Alexa যাত্রাবাড়ীতে বৃষ্টির পানিতে ভেসে গেল সব (ভিডিও)

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

যাত্রাবাড়ীতে বৃষ্টির পানিতে ভেসে গেল সব (ভিডিও)

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২৭ ১২ জুলাই ২০১৯   আপডেট: ১৭:৩৮ ১২ জুলাই ২০১৯

ছবি- সংগ্রহীত

ছবি- সংগ্রহীত

গত কয়েকদিন ধরে ঢাকাসহ সারাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকাতেও চলছে অবিরাম বর্ষণ। এতে ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। তবে বৃষ্টিতে যাত্রাবাড়ী এলাকার কাঁচামাল ব্যবসায়ী অনেকের মাথায় হাত পড়েছে।

জানা গেছে শুক্রবারের টানা বৃষ্টিতে যাত্রাবাড়ী এলাকার ফ্লাইওভার সংলগ্ন কাঁচাবাজারে বৃষ্টির পানিতে অনেক মালামাল ভেসে গেছে। ভিডিওটিতে দেখা যায়, সারি সারি কুমড়া,কাঠালের পুরো স্তুপ পানিতে ছড়িয়ে ছিটিয়ে ভেসে যাচ্ছে।

কিছু কাঁচামালের দোকানদার তাদের পণ্য সামগ্রী আটকানোর চেষ্টা করলেও আটকানো যায়নি। তবে স্থানীয়দের মতে, এই বৃষ্টির তোড়ে কিছু ব্যবসায়ী বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন। কেননা এখানের সব ব্যবসায়ী অর্থবান নন, আর ক্ষতিটা ক্ষুদ্র ব্যবসায়ীদেরই হয়েছে। ইতোমধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।  

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

ডেইলি বাংলাদেশ/এমএস