যাত্রাবাড়ীতে ট্রেনের ধাক্কায় নিহত ১
প্রকাশিত: ১৪:৪৭ ৬ ডিসেম্বর ২০১৮ আপডেট: ১৪:৪৯ ৬ ডিসেম্বর ২০১৮

ছবি: প্রতীকি
রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে ট্রেনের ধাক্কায় জাবেদ আকতার হোসেন (৪০) নামের এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দয়াগঞ্জ মোড় সংলগ্ন রেলব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ফল বিক্রেতা রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ী দয়াগঞ্জের অধিবাসী।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশি মো. নাসির জানান, খবর পেয়ে সকালে দয়াগঞ্জ মোড়ে রেল লাইনের পাশে আহত অবস্থা পড়ে থাকতে দেখা যায় জাবেদকে। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের কাছে শুনেছি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
জাবেদের স্ত্রী খাদিজা আক্তার জানান, তাদের ২ মেয়ে রয়েছে। বাদামতলীতে একটি ফলের দোকানে কাজ করতেন তার স্বামী। সকাল ৬টার দিকে কাজের উদ্দেশ্যে বের হন জাবেদ। পরে তার দুর্ঘটনার খবর শুনতে পান।
ঢামেক-এর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্তের পর যাবতীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/জেবি/আরএইচ/এসআইএস