Alexa যশোরে ‘শিশুদের বাজেট ভাবনা’ শীর্ষক সংলাপ

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

যশোরে ‘শিশুদের বাজেট ভাবনা’ শীর্ষক সংলাপ

যশোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:২৬ ২৫ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর শহরের সিসিটিএস মিলনায়তনে মঙ্গলবার দুপুরে ‘শিশুদের বাজেট ভাবনা’ শীর্ষক সংলাপ হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জীবনের জন্য প্রকল্পের উদ্যোগে পৌর কর্তৃপক্ষের সঙ্গে শিশুদের এ সংলাপের আয়োজন করা হয়।

শিশু ফোরাম যশোরের সভাপতি শিশির খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।

সংলাপে শিশু প্রতিনিধিরা পৌর বাজেটে শিশুদের কল্যাণে ১৫ শতাংশ বরাদ্দসহ ১১ দফা দাবি তুলে ধরেন। পরে ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর হাতে তুলে দেন।

ওয়ার্ল্ড ভিশনের জীবনের জন্য প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড ট্রেনিং অফিসার অনিন্দিতা বিশ্বাসের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, তথ্য কর্মকর্তা এসএম কবীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল আলম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আশাদুল ইসলামসহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ও শিশু ফোরামের সদস্যরা।

ডেইলি বাংলাদেশ/এমআর