Alexa যশোরে পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৭ ১৪২৬,   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

যশোরে পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ

 প্রকাশিত: ১৫:৫৯ ১৯ জুলাই ২০১৮   আপডেট: ১৫:৫৯ ১৯ জুলাই ২০১৮

যশোর ক্যান্টেনম্যান্ট কলেজ

যশোর ক্যান্টেনম্যান্ট কলেজ

যশোর শিক্ষা বোর্ডে এবারও পিছিয়েছে পাসের হার। এবছর পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ। গত বছর ছিল ৭০ দশমিক ০২শতাংশ।জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৮৯ জন। গতবছর জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার চারশ’৪৭ জন।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। তিনি জানিয়েছেন, ইংরেজিতে ফলাফল খারাপ হওয়ায় তা সার্বিক ফলাফলে প্রভাব ফেলেছে।  

এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৯ হাজার ছয়শ’৯২ জন। পাস করেছে ৬৬ হাজার দুইশ’৫৮ জন। পাসের হার ৬০ দশমিক ৪০। জিপিএ-৫ পেয়েছে ২হাজার ৮৯ জন।

যশোর শিক্ষা বোর্ডে চার কলেজের কেউ পাস করেনি।এই চার কলেজ হল- ঝিনাইদহের প্রগতি মডেল কলেজ,খুলনার হাড্ডা পাবলিক কলেজ,নড়াইলের গোবরা মহিলা কলেজ, কুষ্টিয়ার হাজী নুরুল ইসলাম কলেজ।

ডেইলি বাংলাদেশ/জেডএম