যশোরে ওল ক্ষেতে মিলল রকেট লাঞ্চার
প্রকাশিত: ১০:২৪ ২৩ মার্চ ২০১৮
ছবি: সংগৃহীত
যশোরের ঝিকরগাছা উপজেলায় পরিত্যক্ত আটটি রকেট লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পৌর সদরের কৃষ্ণনগর মাঠপাড়ার একটি ওল ক্ষেত থেকে এসব রকেট লাঞ্চার উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কৃষ্ণনগর গ্রামের কৃষক আজিজুর রহমান ওল ক্ষেতের বীজতলা তৈরি করতে গিয়ে এই রকেট লাঞ্চারের সন্ধান পান। এসময় পুলিশকে জানালে তারা মাটি খুঁড়ে পরিত্যক্ত আটটি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়।
ঝিকরগাছা থানার এসআই নাজমুল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সময়ে হয়তো এগুলো পাকবাহিনী পুঁতে রাখতে পারে।
ডেইলি বাংলাদেশ/টিআরএইচ
English HighlightsREAD MORE »