Alexa ময়মনসিংহ হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা পেয়েছেন ২৩৭ জন

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ময়মনসিংহ হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা পেয়েছেন ২৩৭ জন

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:১৩ ২ আগস্ট ২০১৯   আপডেট: ১১:১৫ ২ আগস্ট ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার পর্যন্ত ২৩৭ ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮ জন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম সামসুজ্জামান সেলিম জানান, ভর্তি হওয়া রোগীদের রোগ সংক্রান্ত ইতিহাসে জানা গেছে, সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন। পরে এখানে ভর্তি হয়েছেন। ময়মনসিংহে ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়া কোনো ব্যক্তির তথ্য এখনো পাওয়া যায়নি।

তিনি আরো জানান, এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৩৭ ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের সব ধরনের পরীক্ষা ও চিকিৎসা হাসপাতাল থেকে বিনামূল্যে দেয়া হচ্ছে। পাশাপাশি তাদের বিনামূল্যে মশারি সরবরাহ করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা আশঙ্কামুক্ত।

এদিকে জেলা সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী, জেলায় ১১টি টিম ডেঙ্গু শনাক্ত করতে নিয়োজিত রয়েছে। ১২ উপজেলায় তিনদিন যাবৎ ডেঙ্গু সন্দেহ রোগীদের এন্টিজেন টেস্ট বিনামূল্যে করানো হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics