Exim Bank
ঢাকা, সোমবার ১৮ জুন, ২০১৮
Advertisement

ময়মনসিংহে হরতালের সমর্থনে জামায়াতের ঝটিকা মিছিল

 নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:২৮, ১২ অক্টোবর ২০১৭

২১৬ বার পঠিত

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি: যুদ্ধাপরাধের অভিযোগে কোনঠাসা বাংলাদেশ জামায়াত ইসলামী এর কেন্দ্রীয় আমীর মকবুল আহমেদ, নায়েবে আমীর মীয়া মোহাম্মাদ গোলাম পারোয়ার ও সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান সহ ৯ জনকে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্র আহুত হরতালের সমর্থনে ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ময়মনসিংহ শহর জামায়াত।

বৃহস্পতিবার সকালে নগরীর জিলা স্কুলের সামনে থেকে এই ঝটিকা মিছিল শুরু হয়। এরপর তা ফুলবাড়িয়া পুরাতন বাসষ্ট্যান্ড এ রেল ক্রসিং এর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কার্যক্রম শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কায়সার।

হরতাল কে সফল করার জন্য পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্থরের ময়মনসিংহবাসীর প্রতি আহ্বান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারীসহ শহর জামায়াত-শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

ডেইলি বাংলাদেশ/আরকে/এমএইচএ

সর্বাধিক পঠিত