Alexa ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ১১ মামলার আসামি নিহত

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ১১ মামলার আসামি নিহত

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:৩৬ ৫ আগস্ট ২০১৯   আপডেট: ১২:৪৮ ৫ আগস্ট ২০১৯

ময়মনসিংহ সদরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ মামলার আসামি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার রাতে উপজেলার চরপুলিয়ামারীতে এ ঘটনা ঘটে। নিহত জনি মিয়া জেলা শহরের পাটগুদাম এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, চরপুলিয়ামারীতে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীর অবস্থান জেনে ডিবির একটি টিম রাত ১টায় অভিযান চালায়। মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা অভিযানের টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়লে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এরপর ঘটনাস্থলে গুলিবিদ্ধ জনি, ২০০ গ্রাম হেরোইন ও একটি স্টিলের চাকু পাওয়া যায়। তাৎক্ষণিক কোতোয়ালি থানার সহযোগিতায় জনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত জনির বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ ১১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics