Exim Bank
ঢাকা, মঙ্গলবার ১৯ জুন, ২০১৮
Advertisement

ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

 ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৫৩, ১৩ জুন ২০১৮

২২ বার পঠিত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহর বাইপাস গোলচত্বরে ট্রাকচাপায় পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। নিহতরা হলেন-গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম ও সিএনজিচালিত অটোরিকশা চালক আবুল হাশেম।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা পাঁচটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান। গুরুতর আহত ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সিএনজি চালক আবুল হাশেম মারা যায়।

নিহত পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের গ্রামের বাড়ী জামালপুর জেলায়। তিনি ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। নিহত সিএনজিচালিত অটোরিকশা চালক আবুল হাশেমের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা এলাকায়।

পুলিশের ধারণা, ট্রাক চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

সর্বাধিক পঠিত