Alexa মৌলভীবাজারে সেই বানরকে ‘মৃত্যুদণ্ড’ দিয়ে হত্যা!

ঢাকা, রোববার   ১৫ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

মৌলভীবাজারে সেই বানরকে ‘মৃত্যুদণ্ড’ দিয়ে হত্যা!

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৫০ ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ১১:০৭ ২১ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গত এক মাস ধরে এক বানরের আক্রমণে এক শিশুর মৃত্যু ও অন্তত ৩০ জন আহত হয়েছে।

অবশেষে মঙ্গলবার সকালে ঘুমের ওষুধ মিশানো ভাত খাইয়ে বানরকে ধরার পর উত্তেজিত জনতা ‘গণআদালত’ বসিয়ে বানরটিকে ‘মৃত্যুদণ্ড’ দিয়ে হত্যা করে।

বানরটির ভয়ে গত এক মাস ধরে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপিতে মানুষ আতঙ্কিত ছিল।  

বৃহস্পতিবার সন্ধ্যায় এ বানরের আক্রমণে তানিয়া বেগম নামের এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

গত এক মাসে বানরটি রোকনপুর, বড়খলা, কাঠালতলী ও গৌড়নগর এলাকার শিশুসহ প্রায় ২৫ জনকে আঁচড়ে-কামড়ে আহত করেছে। আহতদের বেশির ভাগের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বানরটি হঠাৎ করে মানুষের ওপর আক্রমণ করত। ভোরবেলা, দুপুর ও সন্ধ্যায় একা পেলেই লোকজনের ওপর হামলা করেছে। বেশিরভাগ আক্রমণের শিকার হচ্ছে স্কুলগামী শিশুরা। বিভিন্ন সময় বানরটি যেসব শিশুকে আক্রমণ করেছে তাদের অবস্থা গুরুতর।

বানরটির আক্রমণ হতে পরিত্রাণ পেতে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন বৃহস্পতিবার বড়লেখা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বন বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সমাধান মেলেনি। তবে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা এনামুল হক এলাকায় গিয়ে ভুক্তভোগী লোকজনকে বানরটি মেলে ফেলার নির্দেশ দেন।

ডেইলি বাংলাদেশ/এমকে