Alexa হ্যালির কর্মস্থলে রাজি নন ট্রাম্প কন্যা

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ১ ১৪২৬,   ১২ জ্বিলকদ ১৪৪০

হ্যালির কর্মস্থলে রাজি নন ট্রাম্প কন্যা

 প্রকাশিত: ১৮:০৬ ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ১৮:০৬ ১০ অক্টোবর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালির আকস্মিক পদত্যাগের পর ট্রাম্প কন্যা ইভানকা তার স্থলাভিষিক্ত হওয়ার যে গুঞ্জন শোনা গিয়েছিল, তা নিজেই নাকচ করেছেন ইভানকা।

এর আগে মঙ্গলবার আকস্মিকভাবে জাতিসংঘের দূত থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত নিকি হ্যালি। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি আপাতত সরকারি কাজ থেকে ‘বিরতি’ নিতে চান।

এক টুইটারে ইভানকা বলেন, হোয়াইট হাউসের এতসব গুণী সহকর্মীদের সঙ্গে কাজ করতে পারলে আমি নিজেকে সম্মানিত মনে করতাম। হ্যালির পদে একজন যোগ্য ব্যক্তিকে মনোনীত করবেন প্রেসিডেন্ট। তবে এ ব্যক্তিটি আমি নই।

ট্রাম্পের মেয়ে ইভানকা তার উপদেষ্ট হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। হ্যালি জাতিসংঘের দূতের পদ থেকে পদত্যাগ করার মাত্র এক ঘণ্টা পর প্রেসিডেন্ট হোয়াইট হাউসের বাইরে তার কন্যার উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, এ পদের জন্য সবচেয়ে ‘উপযুক্ত’ ইভানকা।

তবে এরপরই ট্রাম্প তার প্রশাসনকে এ পদের একজন যোগ্য ব্যক্তিকে খোঁজার নির্দেশ দেন। যদিও এখন পর্যন্ত কারো নাম ঘোষণা করা হয়নি।

ডেইলি বাংলাদেশ/জেডআর