Alexa মোস্তাফিজের যত্ন নিতে বললেন ওয়ার্নার

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মোস্তাফিজের যত্ন নিতে বললেন ওয়ার্নার

 প্রকাশিত: ২০:৫৫ ৬ সেপ্টেম্বর ২০১৭  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে খুব ভালো করেই জানেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদের তাঁবুতে ছিলেন দুইজনই। ওয়ার্নার দলটির অধিনায়কও। অভিষেক আসরে দলকে চ্যাম্পিয়ন করতে মোস্তাফিজের ভূমিকা ভুলে যাননি তিনি। কাছ থেকে দেখেছেন তার বিরল প্রতিভা। কিন্তু পরের আসরেই তাকে দেখেছেন বিবর্ণ। তাই এ প্রতিভার প্রতি আরও যত্নবান হতে বললেন এ অসি তারকা।

সানরাইজার্সে মোস্তাফিজের সবচেয়ে কাছের বন্ধুটিই ছিলেন ওয়ার্নার। টেস্ট সিরিজের কারণে এখন মাঠে দুই প্রতিপক্ষ হলেও দুইজনের মধ্যে রসায়নটা বেশ ভালো। বুধবার নিজের জন্মদিনে ওয়ার্নারকে আউট করেছেন মোস্তাফিজ। সংবাদ সম্মেলনে মোস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসাই করেন ওয়ার্নার, ‘আমার মনে হয় সে খুব ভালো একজন বোলার। তার প্রতি বাংলাদেশের আরও যত্নবান হওয়া উচিৎ। আমি মনে করি সে বিরল একজন প্রতিভা, বিরল একজন বোলার।’

মোস্তাফিজ বর্তমানে বাংলাদেশের প্রধান পেস বোলার। তাই তাকে ঠিকভাবে ব্যবহারের কথাই মনে করিয়ে দেন ওয়ার্নার, ‘আপনাকে অবশ্যই ফাস্ট বোলারদের যত্ন নিতে হবে যখন সে আপনার নাম্বার ওয়ান স্ট্রাইক বোলার। সামনে যদি অনেক টেস্ট বা ওয়ানডে ম্যাচ থাকে আপনার খেয়াল রাখতে হবে আপনি কোনটাকে অগ্রাধিকার দিবেন; টেস্ট, ওয়ানডে না টি-টুয়েন্টি। এটা অবশ্যই ওর (মোস্তাফিজ) সঙ্গে আলোচনার মাধ্যমে হওয়া উচিৎ। এটা তার উপরই নির্ভর করে সে একটি সংস্করণ খেলবে না দুটি নাকি তিনটিই।’

টি-টুয়েন্টি দিয়ে অভিষেক হওয়া মোস্তাফিজ বর্তমানে তিন সংস্করণেই খেলেছেন। তবে তার উত্থান হয় ২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এরপর থেকেই নানা কীর্তি গড়েছেন তিনি। কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই হয় বিপত্তি। ইনজুরিতে পড়ে প্রায় পাঁচ মাস ছিলেন মাঠের বাইরে। এরপর ফিরে এসে এখন ফিরে পাননি আগেই সেই ছন্দ। বুধবার অসিদের বিপক্ষে ফর্মে ফেরার আভাষ দিলেন কিছুটা। তাই তাকে এবার বুঝে শুনেই ব্যবহার করার কথা মনে করিয়ে দিলেন ওয়ার্নার।

ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics