Alexa মোবাইলে পানি ঢুকলে করণীয়

ঢাকা, শনিবার   ২০ জুলাই ২০১৯,   শ্রাবণ ৫ ১৪২৬,   ১৬ জ্বিলকদ ১৪৪০

মোবাইলে পানি ঢুকলে করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৮:৩০ ৩০ জুন ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

মূল্য আকাশ ছোঁয়া হওয়ার কারণে অনেকের ওয়াটার প্রুফ স্মার্টফোনার কেনার সামর্থ নেই। কিন্তু হাতের ফোনটি যদি পানিতে ভিজে যায় তাহলে কী করবেন? সে সমাধান নিয়েই আলোচনা করা হলো-

ব্যাটারি চেক করুন

প্রথমে ডিভাইসটি পানিতে ভিজেছে কি-না, পরীক্ষা করতে ব্যাটারির স্টিকার দেখে নেয়া উচিত। অধিকাংশ প্রতিষ্ঠান ব্যাটারিতে সাদা রঙের স্টিকার ব্যবহার করে। ব্যাটারির উত্তাপ বা অন্য কোনো কারণে স্টিকারের রঙ কিছুটা পরিবর্তন হয়ে যেতে পারে।

ডিভাইসটি মুছে ফেলুন

ফোন পানি থেকে তুলেই তত্ক্ষণাৎ বন্ধ করে রাখুন। তারপর ডিভাইসটিতে থাকা সিম, মেমোরি কার্ড, ব্যাটারি খুলে ফেলুন। এগুলো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। সম্ভব হলে ছোট ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করুন। এতে ডিভাইসটির ভেতরে থাকা পানি বেরিয়ে আসবে।

চালের পাত্রে রাখুন

সম্ভব হলে চালের পাত্রে রাখুন। কারণ চাল পানি শুষে নেয়। এক রাত রাখলে ডিভাইসের ভেতরে থাকা পানি সম্পূর্ণরূপে শুষে নেবে চাল। এতে আপনার ডিভাইস পানিমুক্ত হয়ে যাবে। তবে অনেকেই ভিজা ডিভাইস ফ্যানের নিচে রাখেন। সেটা একদমই করবেন না। এমনকি গরম বাতাসেও ডিভাইসটি রাখা উচিত নয়। 

২৪ ঘণ্টা অপেক্ষা করুন

ফোন বন্ধ করার পর থেকে পুনরায় চালু করতে কমপক্ষে ২৪ ঘণ্টা অপেক্ষা করা উচিত। এ সময়ের মধ্যে নিশ্চিত হয়ে নিন আপনার ডিভাইসটিতে কোনো পানি অবশিষ্ট রয়েছে কিনা। থাকলেও তা সময়ের সঙ্গে শুকিয়ে যাবে। এতে ডিভাইসটির ক্ষতি হওয়ার ঝুঁকি কমে যায়।

ডেইলি বাংলাদেশ/এনকে