Alexa মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:৩২ ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০১:৩৬ ১১ সেপ্টেম্বর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর মুগদায় ছাদ থেকে পড়ে আশরাফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল শরিয়তপুর জেলার চড়কান্দির মনির হোসেনের ছেলে। দক্ষিন মুগদার ওয়াপদা গলিতে ভাড়া বাড়িতে তারা থাকতেন।

ঢাকা মেডিকেল হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মামা দেলোয়ার হোসেন বাদশা জানান, আশরাফুল দক্ষিণ মুগদা এলাকার ওয়াপদা গলিতে তার বড় ভাই মিজানুরের সঙ্গে থেকে রামপুরার একটি কলেজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন। রাতে ছয় তলার ছাদে মোবাইল ফোনে কথা বলছিলেন আশরাফুল। কথা বলার একপর্যায়ে হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/জেবি/আরএ