Alexa মোনালিসার বিয়ে, পাত্র কে জানেন?

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

মোনালিসার বিয়ে, পাত্র কে জানেন?

 প্রকাশিত: ১৩:০১ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৩:০১ ৯ নভেম্বর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ এর পরিচিত মুখ তন্দ্রা, ওরফে মোনালিসা। খলনায়িকার চরিত্রে তিনি দর্শকদের ভালবাসা পেয়েছেন। বাস্তবে সেই মোনালিসা এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্র কে, জানেন?

মোনালিসা বললেন, আমাদের একেবারে ছোটবেলার প্রেম। ক্লাস সিক্সে যখন পড়ি, তখন থেকে। একই স্কুলে পড়তাম, একই প্রাইভেট টিউটরের কাছে যেতাম। হাইস্কুলে উঠে আমরা আলাদা হয়ে যাই। ও লন্ডনে পড়তে চলে যায় চার-পাঁচ বছরের জন্য। 

তিনি আরো বলেন, চাকরি সূত্রে কলকাতার বাইরেই থেকেছে। এখনো বাইরে থাকে। ইন্ডাস্ট্রির একেবারে বাইরের লোক। আমার হবু বরের নাম বিশ্বজিৎ সরকার। ও আইটি প্রফেশনাল। আমি হ্যাপি যে এতদিনে আমরা বিয়ের সিদ্ধান্ত নিতে পেরেছি।

আগামী ১৯ নভেম্বর মোনালিসার বিয়ে। তারপরও কলকাতায় থেকেই কাজ চালিয়ে যাবেন অভিনেত্রী। এখনো তিনি শুটিং করছেন পুরোদমে। তা হলে, বিয়ের প্রস্তুতি সামলাচ্ছেন কী করে? 

মোনালিসার কথায়, ফ্যামিলির সঙ্গে আমার বন্ডিং এত ভাল যে, এসব নিয়ে আমাকে ভাবতেই হচ্ছে না। পরিবারের মানুষদের সহযোগিতা আছে বলেই আমি কাজ করতে পারি। বিয়ের যাবতীয় কাজ বাবা, মা আর বোন সামলাচ্ছে। আমার বিয়ের প্ল্যানিং পুরোটাই বোন সামলাচ্ছে। পুরো দায়িত্ব ওর। তার মধ্যেই বোনের একটু মন খারাপ যে আমি চলে যাব, অন্য একটা ফ্যামিলির সদস্য হয়ে যাব।”

বিয়ের জন্য ১০-১২ দিনের ছুটি নিচ্ছেন মোনালিসা। তার মধ্যেই যতটা সম্ভব কাজ এগিয়ে রাখছেন। ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সদস্যরা।

ডেইলি বাংলাদেশ/টিএএস