Alexa মোদির টুইট ‘ম্যাজেস্টিক গির সিংহ’

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

মোদির টুইট ‘ম্যাজেস্টিক গির সিংহ’

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৫৫ ১২ মার্চ ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বসন্তে পলাশ গাছে ফুটেছে আগুনরাঙা ফুল। ক্যামেরার ক্লিকে সেই আগুনেই ধরা পড়েছে গাছে ওঠা একটা সিংহ। এমন একটি ছবি টুইটারে শেয়ার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাজেস্টিক গির সিংহ....অসাধারণ সুন্দর ছবি!’

এনডিটিভি জানায়, মোদির রাজ্য গুজরাটের জুনাগড় অরণ্যের এশিয়াটিক সিংহের এমন দুর্লভ দৃশ্যটি তোলেন গিরনার বন্যপ্রাণী অভয়ারণ্যের বন গার্ড দীপক। ছবিটি প্রথমে অনলাইনে শেয়ার দেন বন বিভাগের প্রশাসক (জুনাগড়) সুনীল কুমার বেরওয়াল।

তবে সোমবার এ ছবি মোদি টুইটারে শেয়ার দেয়ার পর অনলাইনে ভাইরাল হয়ে পড়ে। পলাশ গাছে সিংহের এমন নান্দনিক দৃশ্যে তিনিও মুগ্ধ।

বিরল এ গির সিংহের ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন লাখো মানুষ। সুনীল বেরওয়াল এই অসামান্য ছবিটি ধারণ করায় দীপকের প্রতি প্রশংসায় বলেন, দীপক একদম তার মতো করে জঙ্গলটাকে দেখেন। ওর সমস্ত ছবি দেখে আমার তেমনটাই মনে হয়েছে। ছবিটি সবাইকে দেখাতে পেরে ভালো লাগছে।

গুজরাটের গির জঙ্গল হলো বিশ্বের অন্যতম বিখ্যাত এশিয়াটিক সিংহের শেষ আবাসস্থল। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের মতে, অভয়ারণ্যটির ৮৫০ বর্গমাইলে প্রায় ৫০০টি সিংহ বসবাস করে।

ডেইলি বাংলাদেশ/এসআই