Alexa মোটরসাইকেল থেকে পড়ে আহত ফিলিপাইনের প্রেসিডেন্ট

ঢাকা, রোববার   ১৭ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২ ১৪২৬,   ১৯ রবিউল আউয়াল ১৪৪১

Akash

মোটরসাইকেল থেকে পড়ে আহত ফিলিপাইনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৩২ ১৮ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মোটর সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আহত হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

দেশটির সংবাদমাধ্যম র‌্যাপলার জানিয়েছে, ম্যানিলার প্রেসিডেন্ট বাসভবনের ফাঁকা জায়গায় শখের বশে মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি। এ সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। 

দুতার্তে’র মুখপাত্র ও আইনী পরামর্শক সালভাদর পানেলো বার্তা সংস্থা রয়টার্স’কে জানিয়েছেন, বুধবার রাতে প্রেসিডেন্ট বাসভবনের সামনে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে কনুই ও হাঁটুতে হালকা আঘাত পেয়েছেন তিনি। তবে ৭৪ বছর বয়সী দুতার্তে দ্রুত সেরে উঠছেন বলেও তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে পানেলো বলেন, “আমি সবাইকে আশ্বস্ত করছি, প্রেসিডেন্ট নিরাপদ আছেন এবং ভাল আছেন।”

দুতার্তের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ক্রিস্টোফার ‘বং’ গো জানিয়েছেন, মোটরসাইকেল ঘোরানোর চেষ্টা করার সময় প্রেসিডেন্ট পড়ে যান, এতে হাটুতে চোঁট পেয়েছেন তিনি।

ডেইলি বাংলাদেশ/মাহাদী