মোটরসাইকেল কেড়ে নিলো হ্যান্ডবল দলের সোহানের জীবন
স্পোর্টস ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:২২ ২১ ফেব্রুয়ারি ২০২০

সোহানুর রহমান সোহান
বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের অন্যতম সদস্য ছিলেন সোহানুর রহমান সোহান। মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় না ফেরার দেশের পাড়ি জমিয়েছেন একুশ বছর বয়সী সম্ভাবনাময় এ তরুণ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটান ঘটে। এসময় মোটরসাইকেল চালাচ্ছিলেন সোহান। দূরপাল্লার একটি বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাক সরাসরি ধাক্কা দেয় তার মোটরসাইকেলে। আহত সোহানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে ঢাকায় আনার পথেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
সোহানের মৃত্যুতে হ্যান্ডবল ফেডারেশনে শোকের ছায়া নেমে এসেছে। হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সোহান খুবই সম্ভাবনাময় খেলোয়াড় ছিল। ওর মৃত্যুতে বড় ক্ষতি হয়ে গেল জাতীয় দলের।
ডেইলি বাংলাদেশ/এম