Alexa মেয়ের প্রেমিককে অ্যাসিড মারলেন বাবা

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

মেয়ের প্রেমিককে অ্যাসিড মারলেন বাবা

 প্রকাশিত: ০৭:৪৩ ২ জুন ২০১৭  

মেয়ের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেননি। সেজন্য তার প্রেমিকের গায়ে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ভারতের পশ্চিম মেদিনীপুরে এই ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় এসিডদগ্ধ সুরজিৎ সাঁতরা নামে ওই যুবক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগ, ওই তরুণীর বাড়িতে বিয়ের কথা বলার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সুরজিতকে। তারপর তাকে বেধড়ক মারধর করে গায়ে অ্যাসিড ঢেলে দেয়া হয়। ঘটনায় অভিযুক্ত বাবা পলাতক। ওই তরুণী, তার মা এবং মামাকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। ডেইলি বাংলাদেশ/এসআই