Alexa মেয়েকে মাঝে নিয়ে সৃজিতের হাত ধরলেন মিথিলা

ঢাকা, রোববার   ১৯ জানুয়ারি ২০২০,   মাঘ ৫ ১৪২৬,   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

মেয়েকে মাঝে নিয়ে সৃজিতের হাত ধরলেন মিথিলা

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:০৮ ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২২:০৯ ৬ ডিসেম্বর ২০১৯

সংগৃহীত

সংগৃহীত

যেমনটা জানা গিয়েছিল ঠিক তেমনটাই হল। কলকাতার বুকে সন্ধ্যা নামতেই বিয়ের বাজনা বেজে উঠল সৃজিতের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে। লাল জহরকোট এবং কালো পাঞ্জাবিতে এলেন সৃজিত। আর মিথিলা পরলেন লাল রঙের জামদানি শাড়ি। সাজ বিশেষ নয়। কপালে ছোট্ট টিপ। কানে-গলায় মানানসই গয়না।

সৃজিত সকালেই জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির মাত্র কয়েকজনকে আমন্ত্রণ করেছেন বিয়ের ঘরোয়া অনুষ্ঠানে। সন্ধ্যা হতে না হতেই হাজির হয়ে যায় রুদ্রনীল, শ্রীজাত, যিশু এবং নীলাঞ্জনারা।

মিথিলা-সৃজিতের আলাপ বেশ কয়েক বছরের। বন্ধুত্ব দিয়ে শুরু। ধীরে ধীরে গাঢ় হয়েছে প্রেম। বেশ কিছু মাস ধরেই তাঁদের বিয়ে নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ বলছিলেন আগামী বছরের শুরুতে বিয়ে করবেন তিনি আবার কেউ কেউ বলছিলেন বিয়ে করতে করতে সেই মার্চ। অবশেষে জল্পনার শেষ। মেয়েকে মাঝে নিয়ে সৃজিতের হাত ধরে নতুন জীবনে যাত্রা শুরু করলেন মিথিলা।

ডেইলি বাংলাদেশ/এস