Alexa মেয়র লিটনের নেতৃত্বে নৌকার প্রচারণা

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

মেয়র লিটনের নেতৃত্বে নৌকার প্রচারণা

রাজশাহী প্রতিনিধি

 প্রকাশিত: ১৯:৫৬ ২০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৯:৫৬ ২০ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী-২ সদর আসনে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশার নৌকা প্রতীকে পক্ষে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে বিশাল প্রচার মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর ১৯ নং ওয়ার্ডের এ প্রচার মিছিল বেরা করা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় নগরীর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে রাজশাহী-২ সদর আসনে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশার নৌকা প্রতীকের পক্ষে বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মিছিলটি শিরোইল কলোনী, ছোটবনগ্রাম কলোনী, ছোটবোনগ্রাম, হাজরাপুকুর এলাকাসহ ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল থেকে মেয়র লিটন নৌকা প্রতীকে ভোট চান।

প্রচার মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যহত রাখতে হলে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই। গত সিটি কর্পোরেশন নির্বাচনে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে আমাকে যেভাবে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছিলেন, তেমনিভাবে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীককে ভোট দিয়ে বাদশা ভাইকে বিজয়ী করবেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা,  ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, রেলওয়ে ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক মো. আক্তার আলী, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কামরুল ইসলামহ স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/জেডএম