Alexa মেয়র আইভীর ৭১৫ কোটি টাকার বাজেট

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

মেয়র আইভীর ৭১৫ কোটি টাকার বাজেট

 প্রকাশিত: ১৩:১৭ ১৮ জুলাই ২০১৮   আপডেট: ১৩:১৭ ১৮ জুলাই ২০১৮

জনতার মুখোমুখি মেয়র আইভী

জনতার মুখোমুখি মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা.সেলিনা হায়াত আইভী ২০১৮-২০১৯ অর্থ বছরের ৭১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকার বাজেট ঘোষণা করেছেন।

বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যালয়ে তিনি এ বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  জনতার মুখোমুখি হন মেয়র আইভী। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,প্যানেল মেয়র আফরোজা হাসান ভিবা প্রমুখ।

পরে অনুষ্ঠানে উপস্থিত নগরবাসী ও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মেয়র আইভী। এ বাজেটের অর্থ বছরে থেকে পানি, রাস্তা, চিকিৎসা, স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন উন্নয়ন বিষয়ে মেয়রকে প্রশ্ন করা হয়। এসময় মেয়র আইভী তাদের প্রশ্নের উত্তর দেন।

ডেইলি বাংলাদেশ/জেডএম