Alexa মেহেরপুরে মিলল যৌন উত্তেজক সিরাপের কারখানা

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

মেহেরপুরে মিলল যৌন উত্তেজক সিরাপের কারখানা

মেহেরপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:৫০ ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৯:১১ ২১ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের মল্লিকপাড়ায় বাবুর বাড়িতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক সিরাপের কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। এ সময় সিরাপ, খালি বোতল ও সিরাপ তৈরির বিভিন্ন উপকরণসহ একজনকে আটক করা হয়।  

রোববার রাতে অভিযানটির নেতৃত্ব দেন অতিরিক্ত এসপি মোস্তাফিজুর রহমান। অতিরিক্ত এসপি মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সকালে সোহেল রানার বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই অভিযানের অংশ হিসেবে রোববার রাতে শহরের মল্লিকপাড়ায় লিচু বাগানের পাশে একটি তিনতলা বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ, খালি বোতল ও সিরাপ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে পুরো ভবনটি সিলগালা করে দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ/জেএস