Alexa মেহেরপুর বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিত

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

মেহেরপুর বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিত

মেহেরপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২৪ ১৫ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর জেলা জজশিপ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ও আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালত মাঠ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা হয়।

বিজ্ঞ জেলা জজ এসএম আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শীরিন নাহার, যুগ্ম জেলা জজ মো. কেরামত আলী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজা, পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, জিপি অ্যাডভোকেট শাজাহান আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম ইব্রাহীম শাহীন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ মো. নাসিমসহ জেলা জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বিচারক ও কর্মচারীরা।

ডেইলি বাংলাদেশ/এমআর