Alexa রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের জয়

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের জয়

 প্রকাশিত: ০২:১২ ৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০২:১২ ৭ অক্টোবর ২০১৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রদ্রিগো বেন্তানকুর ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে শনিবার সেরি আর ম্যাচে ২-০ গোলে জিতেছে জুভেন্টাস।

৩৩তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। ডান দিক থেকে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোর ক্রস ছোট ডি-বক্সে পেয়ে অনেকখানি লাফিয়ে নেওয়া হেডে গোলটি করেন উরুগুয়ের মিডফিল্ডার বেন্তানকুর।

৩৭তম মিনিটে ডি-বক্সে মানজুকিচের ছোট করে বাড়ানো বলে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের কোনাকুনি শটে সেরি আয় নিজের চতুর্থ গোলটি করেন রোনালদো।

দ্বিতীয়ার্ধের আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

৮ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ২৪।

ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics