Alexa মেহনতি মানুষের পাশে থাকতে চাই

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মেহনতি মানুষের পাশে থাকতে চাই

 প্রকাশিত: ১৫:৪৮ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৫:৪৮ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নদী ভাঙন আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই লক্ষ্মীপুর-৪ আসনের মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখেন। এলাকার মানুষের প্রতিনিধি হয়ে সুখ-দুঃখের কথা কেন্দ্রে পৌঁছাতে দলের সকল কার্যক্রমে সবার পাশে থাকার চেষ্টা করছি। রামগতি-কমলনগরের মেহনতি মানুষের পাশে থাকতে চাই।

শুক্রবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন।

আব্দুল মতিন জানান, মেঘনার ভাঙনে নিঃস্ব হয়েছেন হাজার হাজার মানুষ। একাদশ সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের সঙ্গে থেকে এলাকার, দুঃস্থ, অসহায়, সর্বহারা এতিম সহ মেহনতি মানুষকে সবসময় সাহায্যে-সহযোগিতা করার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, দলের সকল প্রোগ্রাম পালন করছি। সকল প্রতিকূলতার মধ্যে তৃনমূল মাঠ পর্যায়ের নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছি। রামগতি ও কমলনগরের মানুষের সেবার জন্যই কাজ করছি।

নির্বাচন নিয়ে দল সংসয়ে আছে। নির্বাচনে অংশ গ্রহন করলে নমিনেশনের ব্যাপারে আশাবাদী।

ডেইলি বাংলাদেশ/এসকে

Best Electronics
Best Electronics