মেলায় প্রতিভা রানীর তিন বই
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৪:৫৮ ২৭ ফেব্রুয়ারি ২০১৯

অমর একুশে বইমেলায় শিশু-কিশোর ও গবেষকদের জন্য তিনটি বই লিখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি বিষয়ের সহযোগী অধ্যাপক ও পরিচালক প্রতিভা রানী কর্মকার।
তার শিশুতোষ বই 'মিনির মিনি' শিশুদের সহজেই এটি পড়ার দিকে আকৃষ্ট করে। বইটিতে রয়েছে মজার মজার গল্প, ছড়া ও কবিতা। কিশোরদের জন্য রয়েছে উপদেশমূলক মনীষীদের জীবন নিয়ে লেখা 'গুণীজন কথা'। এই বই দুটো দোয়েল প্রকাশনীর ২০৫ নং স্টলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থায় পাওয়া যাবে।
গবেষকদের গবেষণার প্রাথমিক ধারণা দেয়ার জন্য তিনি ও বিদেশি আরো তিনজন লেখক লিখেছেন আরো একটি চমৎকার বই 'Introduction to Interdisciplinary Research' এই বইটি Friend's Book Corner এর Showroom অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে।
ডেইলি বাংলাদেশ/আরআর