Alexa মেলবোর্নে ভিড়ের মধ্যে গাড়ি, বহু হতাহতের শঙ্কা

ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২০,   মাঘ ১৫ ১৪২৬,   ০৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

মেলবোর্নে ভিড়ের মধ্যে গাড়ি, বহু হতাহতের শঙ্কা

 প্রকাশিত: ১৫:৪১ ২১ ডিসেম্বর ২০১৭  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ভিড়ের মধ্যে পথচারীদের ওপর একটি গাড়ি উঠিয়ে দেয়া হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা রয়েছে৷ এটি নাশকতামূলক হামলা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘাতক গাড়িচালক ও তার সঙ্গীকে আটক করা হয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পথচারীরা জানিয়েছেন, উন্মত্ত গতিতে ছুটে আসছিল গাড়িটা৷ সামনে যে পড়ছিল তাকেই চাপা দিচ্ছিল৷ প্রাণভয়ে পথচারীরা তখন এদিক ওদিক দৌড়ে যাচ্ছেন৷ ছবিতে দেখা যায়, একটি সুজুকি এসইউভি গাড়ি একটি ফোন বক্সের সঙ্গে সংঘর্ষ লেগে পড়ে আছে। কয়েকজন আহত পথচারীকে চিকিৎসা সেবা দেয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

সিএনএন জানাচ্ছে, ভিড়ের রাস্তায় গাড়ি চাপা পড়েছে একাধিক পথচারী৷ প্রাথমিকভাবে তিন জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ৷ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল মেলবোর্নের অতি ব্যস্ততম এলিজাবেথ ও সোসানস্টন স্ট্রিট৷

এটি দুর্ঘটনা নাকি জঙ্গি হামলা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷

সাম্প্রতিক সময়ে ইউরোপে একাধিকবার পথচারীদের গাড়ি চাপা দিয়ে মেরেছে জঙ্গিরা৷ প্রতি ক্ষেত্রেই দায় নিয়েছে ইসলামিক স্টেট৷ ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেনের রাস্তায় যেভাবে হামলা হয়েছে অনেকটা সেরকমই কায়দায় মেলবোর্নে গাড়ি চাপা দেওয়া হল৷

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সূত্র : সিএনএন ও ডেইলি মেইল

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ