Alexa মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার দাবি ট্রাম্পের

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২০,   মাঘ ৯ ১৪২৬,   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১৮:০০ ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৮:০০ ৯ জানুয়ারি ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য আবারো ৫শ’ ৭০ কোটি ডলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ দাবি করেন তিনি। তবে কোনো ধরনের জরুরি অবস্থা জারি করেননি ট্রাম্প।

তিনি বলেন, সার্বিক সীমান্ত নিরাপত্তার অংশ হিসেবে আইন প্রয়োগকারী কর্মকর্তারা সীমান্ত বেড়া নির্মাণের জন্য ৫শ’ ৭০ কোটি মার্কিন ডলারের আবেদন করেছেন।

এদিকে বেশ কয়েক দিন ধরেই সীমান্তে জরুরি অবস্থা জারির কথাও বলে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা করলে তিনি কংগ্রেসকে এড়িয়ে এই দেয়াল নির্মাণের জন্য অর্থ নিতে পারবেন বলে মনে করা হচ্ছিল। তবে এখন পর্যন্ত জরুরি অবস্থা জারি হয়নি।

গণমাধ্যমের তথ্যমতে, কংগ্রেস এখন পর্যন্ত এই প্রকল্পের জন্য অর্থের অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

ডেইলি বাংলাদেশ/এসআইএস