Alexa মেক্সিকোতে ৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মেক্সিকোতে ৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

 প্রকাশিত: ১২:২৫ ৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ২০:০৪ ৮ সেপ্টেম্বর ২০১৭

মেক্সিকোতে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে এটি আঘাত আনে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল পিজিজিয়াপান শহর থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি কেন্দ্র জানিয়েছে, প্রবল মাত্রার এই ভূমিকম্পে সুনামির সম্ভাবনা রয়েছে।

মেক্সিকোর বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, ১৯৮৫ সালের পর এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি।

ডেইলি বাংলাদেশ/আর কে

Best Electronics
Best Electronics