Alexa মুহূর্তেই পুড়ল ২৫ লাখ টাকা!

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মুহূর্তেই পুড়ল ২৫ লাখ টাকা!

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:০৩ ৬ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউপির বাসস্ট্যান্ড বাজারে শনিবার সকালে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন নেভাতে গিয়ে স্থানীয় জ্বালানি তেল ব্যবসায়ী মল্লিক স্টোরের মালিক জাহাঙ্গীর আলম দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া ফায়ার স্টেশনের সহকারী স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, বাজারে ব্যবসায়ীরা দোকান খুলে বসছিলেন। এ সময় বাজারের মল্লিক স্টোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে তেলের ড্রামে আগুন লেগে তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে একটি তেলের দোকান, একটি ওয়ার্কশপ, চারটি চায়ের দোকান, একটি মোটর গ্যারেজ, ও দুটি মুদি দোকান পুড়ে গেছে।

বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো জানান, ক্ষতিগ্রস্তরা ভাড়া দোকানে ব্যবসা করতেন। এ ঘটনায় নিঃস্ব হয়ে তারা পথে বসেছেন।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics