Alexa মুস্তাফিজকে ছাড়াই ফিল্ডিংয়ে মুম্বাই

ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২০,   মাঘ ১৫ ১৪২৬,   ০৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

মুস্তাফিজকে ছাড়াই ফিল্ডিংয়ে মুম্বাই

 প্রকাশিত: ২০:৪৮ ২৮ এপ্রিল ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের সপ্তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। আজ মুস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে রেখে খেলতে নামে দলটি।

শনিবার দিনের একমাত্র ম্যাচে পুনেতে মুম্বাইয়ের প্রতিপক্ষ চেন্নাই। এবারের আসরে প্রথম ৬ ম্যাচে খেলেছেন কাটার মাস্টার। ৭ উইকেট নিয়েছেন, কিন্তু দল ৬ ম্যাচের মোটে একটি জিতে বাজে অবস্থায় রয়েছে। এদিন বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজের জায়গায় একাদশে ঢুকেছেন বেন কাটিং।

দুটি পরিবর্তন এনে খেলতে নেমেছে মুম্বাই। মুস্তাফিজ ছাড়া টি টোয়েন্টির অন্যতম বড় তারকা কায়রন পোলার্ডকেও রাখা হয়নি একাদশে। তার বদলে একাদশে এসেছেন জেপি ডুমিনি। দুর্দান্ত খেলে চলা চেন্নাই সুপার কিংস অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

আসরে দুই দলের অবস্থান ঠিক দুই মেরুতে। চেন্নাই সুপার কিংস সবার উপরে। মুম্বাই সবার নিচে। রোহিত শর্মার দল ৬ ম্যাচ খেলে হেরেছে ৫টিতে। আর চেন্নাই ৬ ম্যাচে জিতেছে ৫টিতেই। সর্বশেষ দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে জিতেছে ২০৬ রানের বিশাল স্কোর তাড়া করে।

এদিকে প্রথম ৬ ম্যাচে দল হারলেও মুস্তাফিজের পারফরম্যান্স খারাপ ছিল এমন বলার উপায় নেই। ৬ ম্যাচে ৭ উইকেটে নিয়েছিলেন তিনি। একমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে উইকেট শূন্য ছিলেন ফিজ। বাকী ৫ ম্যাচেই উইকেট নিয়েছেন তিনি।

ডেইলি বাংলাদেশ/সালি