Alexa মুম্বাইয়ে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ২ (ভিডিও)

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মুম্বাইয়ে ধসে পড়ল বহুতল ভবন, নিহত ২ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৫২ ১৬ জুলাই ২০১৯   আপডেট: ১৫:০৬ ১৬ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফের ভারতের মুম্বাইয়ে ধসে পড়ল বহুতল ভবন। এতে অন্তত দুই জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। হতাহতের সংখ্যা আরো  বাড়তে পারে বলে জানিয়েছে এনডিটিভি। মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের ডোংরি এলাকার ট্যান্ডেল স্ট্রিটে কেশরবাঈ নামে চার তলা একটি বাড়ির একাংশ ধসে পড়ে। 

স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার সময় ওই বাড়িটিতে ৪০ থেকে ৫০ জন মানুষ ছিলেন। তারা সবাই ওই ধ্বংস্তূপে আটকে পড়েছেন বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা। ফলে, বড় ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কর্তৃপক্ষ।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। আটকে পড়া বহুতল ভবনের বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনতে শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। উদ্ধারকাজে অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

নিরাপত্তার স্বার্থে এরই মধ্যেই আশপাশের বাড়িগুলি খালি করে দেয়া হয়েছে। এর আগেও একাধিক বার বহুতল ভবন ধসে পড়ে দেশের বাণিজ্য নগরীতে। ঘটেছে একাধিক মৃত্যুর ঘটনাও।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে

Best Electronics
Best Electronics