Alexa মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

মুন্সিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:০৪ ২২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৮:৫৩ ২৩ নভেম্বর ২০১৯

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত হওয়ার ঘটনায় ছয় সদ্যসের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনকে তদন্ত কমিটির প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার। 

কমিটির অন্য সদস্যরা হলেন-শ্রীনগরের ইউএনও, শ্রীনগর থানার ওসি, হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি, স্থানীয় চেয়ারম্যান ও বিআরটিএর প্রতিনিধি।
 
ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার জানান, সড়ক দুর্ঘটনা তদন্তে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।  জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত নয়জনের দাফন কাজ সম্পন্ন করার জন্য প্রত্যেককে ২০ হাজার টাকা করে টাকা সহায়তা দেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ/টিআরএইচ