Alexa ‘মুক্তিসংগ্রাম জাদুঘর শিক্ষার্থীদের বড় পাঠশালা’

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৮ ১৪২৬,   ২৫ রবিউল আউয়াল ১৪৪১

Akash

‘মুক্তিসংগ্রাম জাদুঘর শিক্ষার্থীদের বড় পাঠশালা’

জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৫৬ ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ২০:৫৭ ৬ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হক বলেছেন, বিট্রিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাসের উজ্জ্বল দৃষ্টান্ত মুক্তিসংগ্রাম জাদুঘর। এ জাদুঘর শিক্ষার্থীদের বড় পাঠশালা। সবার এখানে এসে দেশের ইতিহাস জানা প্রয়োজন।

বুধবার দুপুরে জামালপুর মুক্তিসংগ্রাম জাদুঘর ও গান্ধী আশ্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

ডিসি বলেন, জাদুঘর, গান্ধী আশ্রম, পাঠাগার, ফোয়ারা, ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। সড়ক সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়নে পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহের ইউএনও তামিম আল ইয়ামিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জাদুঘরের ট্রাস্টি দুদুল সরকার, চপল সরকার, কল্লোল সরকার, হিল্লোল সরকার, সমাজকর্মী আবু বক্কর সিদ্দিকী, উন্নয়ন সংঘের উপজেলা ব্যবস্থাপক আরজু মিয়া প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর