Alexa মুক্তির আগেই রজনীকান্তের রেকর্ড!

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মুক্তির আগেই রজনীকান্তের রেকর্ড!

 প্রকাশিত: ০৯:৪৭ ৭ জুন ২০১৮   আপডেট: ০৯:৫৬ ৭ জুন ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত এর বহুল প্রতীক্ষিত ছবি ‘কালা’। আজ ভারতসহ সারা বিশ্বে ছবিটি মুক্তি পাবে।

সুপারস্টারের ছবি বলে কথা আর সেটা কোন রেকর্ড করবেনা তা কি হয়নাকি! আর তাই ছবিটি মুক্তি আগেই ২৩০ কোটি আয় করে সাড়া ফেলে দিয়েছে বক্স অফিসে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে খবর, সিনেমাটির সত্ত্ব বিক্রি করেই ২৩০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে তামিলনাড়ুতে ৬০ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও নিজাম অঞ্চলে ৩৩ কোটি রুপি, কেরালাতে ১০ কোটি রুপি ও ভারতের অন্যান্য অঞ্চলে ৭ কোটি রুপিতে সিনেমাটির সত্ত্ব বিক্রি করা হয়েছে।

বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটির সত্ত্ব বিক্রি করে আয় হয়েছে ৪৫ কোটি রুপি। এছাড়া ৭০ কোটি রুপিতে এর প্রচারসত্ত্ব ও ৫ কোটি রুপিতে সংগীতের সত্ত্ব বিক্রি করা হয়েছে।

‘কালা’ সিনেমাটির গল্প নির্মিত হয়েছে একজন গ্যাংস্টার ও রাজনীতিবিদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন পিএ রণজিৎ। এতে সুপারস্টার ছাড়াও অভিনয় করছেন নানা পাটেকর, হুমা কোরেশি, সামুতিরাকানি, ঈশ্বরী রাও সহ আরো অনেকে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics