Alexa মুকসুদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচি ঘোষণা

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মুকসুদপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচি ঘোষণা

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৫৬ ১৭ জুলাই ২০১৯   আপডেট: ১৬:৫৯ ১৭ জুলাই ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে এক মতবিনিময় সভায় কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম।

কর্মসূচির প্রথম দিনে রয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময়। দ্বিতীয় দিনে ব্যানার, ফেস্টুন সহকারে র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী ও আলোচনা সভা। তৃতীয় দিনে মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। চতুর্থ দিনে ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা। পঞ্চম দিনে বিভিন্ন স্কুল, কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ষষ্ঠ দিনে হাট বাজার, জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক সভা, ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন।স্প্তম দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ছিরু মিয়া, দেব কুমার সাহা, মুকসুদপুর উপজেলা মৎস্য দফতরের ফিল্ড সুপার ভাইজার ইদ্রিসুর রহমান বতু প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/আর.এইচ

Best Electronics
Best Electronics