Alexa মুকসুদপুরে পৈতৃক ভিটায় সংবর্ধিত ভারতীয় এমপি

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মুকসুদপুরে পৈতৃক ভিটায় সংবর্ধিত ভারতীয় এমপি

 প্রকাশিত: ১৪:১৬ ৮ জুন ২০১৮  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ পৈতৃক ভিটায় সংবর্ধিত হলেন ভারতীয় এমপি মমতা বালা ঠাকুর।

বৃহস্পতিবার রাতে উপজেলার শিমুলসুর গ্রামে তাকে সংবর্ধনা দেয়া হয়। তিনি ওই গ্রামের লক্ষণ বরের মেয়ে।

এ উপলক্ষে শিমুলসুর গ্রামের সার্বজনীন বাসন্তি (দূর্গা) মন্ডপের সামনে আলোচনা সভা হয়। সভায় বাংলাদেশ মতুঁয়া মহাসংঘের সহ-সভাপতি ও কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত ঠকুর, মহাসচিব সুভাষ চন্দ্র বিশ্বাস, বহুগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হরপ্রসাদ বাগচী, মতুঁয়া গোবিন্দ কির্ত্তনীয়া বক্তব্য রাখেন।
পরে মমতা বালা ঠাকুরকে ফুলের মালা ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

তার বাবা লক্ষণ বর ঠাকুর পরিবার পরিজন নিয়ে ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ভারতে চলে যান। পরবর্তিতে প্রমথ বালার ছেলে কপিল কৃষ্ণ ঠাকুরের সঙ্গে লক্ষণ বরের মেয়ে মমতা বালা ঠাকুরের বিয়ে হয়। কপিল কৃষ্ণ ঠাকুর ভারতের বনগাঁ আসনে লোকসভা নির্বাচনে বিজিপি থেকে এমপি নির্বাচিত হন। সাংসদ থাকাকালে হৃদরোগে মারা যান। পরে এ আসনের উপ-নির্বাচনে তার স্ত্রী মমতা বালা ঠাকুর সংসদ এমপি হন।

ডেইলি বাংলাদেশ/আরআর

Best Electronics
Best Electronics