Alexa মিয়ামির আকাশে বিমানের সংঘর্ষ, নিহত ৩

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

মিয়ামির আকাশে বিমানের সংঘর্ষ, নিহত ৩

 প্রকাশিত: ২০:৫৮ ১৯ জুলাই ২০১৮   আপডেট: ২১:০৬ ১৯ জুলাই ২০১৮

বিমান দূর্ঘটনা

বিমান দূর্ঘটনা

মাঝ আকাশে দুটো বিমানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আরেক জনকে এখনো খোঁজে পাওয়া যায় নি। 

মঙ্গলবার মিয়ামি এগজিকিউটিভ এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। এরপরই  জলাভূমিতে ভেঙে পড়ে বিমান দুইটি। 

এক তরুণীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তরুণী ভারতীয়। ১৯ বছরের ওই তরুণীর নাম নিশা সেজওয়াল। বাকিরা হলেন ২২ বছরের জর্জ স্যাঞ্চেজ এবং ৭২ বছরের র্যালফ নাইট।

ভর দুপুরে খালে মাছ ধরছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা ড্যানিয়েল মিরালেস। আচমকা বিকট আওয়াজ শুনতে পান তিনি। এসময় মাঝ আকাশের দিকে তাকিয়ে দেখেন দুটি বিমানের সংঘর্ষে সৃষ্ট আগুনের গোলা।

আকাশ থেকে ঘুরে ঘুরে নামছে বিমানের জ্বলন্ত অংশ। কয়েক মিনিটের মধ্যেই বিমান দুইটির ধ্বংসাবশেষ আছড়ে পড়ে মাটিতে।

পুলিশ জানিয়েছে, একই সংস্থার ওই বিমান দুইটিতে চালকের প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। ২০১৭ সালের সেপ্টেম্বরে নিশা ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন।

দুইটি বিমানে মোট চারজন ছিলেন। চতুর্থ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। কারণএখনো তার খোঁজ মেলেনি।

ডেইলি বাংলাদেশ/সালি