Alexa মিষ্টি আলুতে ভাগ্য বদলের স্বপ্ন

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মিষ্টি আলুতে ভাগ্য বদলের স্বপ্ন

কুমিল্লা প্রতিনিধি

 প্রকাশিত: ০৩:৫৪ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৩:৫৪ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ বিভিন্ন জাতের মিষ্টি আলু চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষিরা। ক্রেতাদের যেমন চাহিদা, তেমনি পাওয়া যায় ভালো দামও। তাই দিন দিন মিষ্টি আলু চাষে বাড়ছে চাষিদের আগ্রহ।

বর্ষাপরবর্তী সময়ে পতিত জমিতে ১২০ দিনের মধ্যে এ ফসল ঘরে তুলে একই জমিতে অন্য ফসল লাগাতে পারছেন তারা। এতে চাষিরা দেখছেন লাভের মুখ, বাড়ছে ফসলের পরিধি।

উপজেলার আসাদনগর গ্রামের কৃষক মো. আবদুল হান্নান বলেন, জমিতে মিষ্টি আলুর আবাদ ভালো হয়েছে। নিজেদের চাহিদা মেটানোর পর ভাল দামে বিক্রি করা যায়। খরচ কম হওয়ায় লাভও বেশি। 

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার মো. মতিউল আলম বলেন, উপজেলায় এ বছর ১১০ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে। শিদলাই, দীঘিরপর, লাড়োচৌ, আসাদনগর, রামনগর, অলুয়া, মনোহরপুর, চন্ডিপুর, সাহেবাবাদ গ্রামের কৃষকরা তাদের পতিত জমিতে উচ্চ পুষ্টিগুণসমৃদ্ধ মিষ্টি আলুর চাষ ব্যাপক হারে করেছে। এতে তারা লাভবান হওয়ার পাশাপাশি মিটতে পারবে বিপুল সংখ্যক মানুষের পুষ্টি চাহিদা।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics