Alexa মিষ্টি আলুতে বাড়তি আয়

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

মিষ্টি আলুতে বাড়তি আয়

শাহাজাদা এমরান, কুমিল্লা ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৪৪ ১৫ এপ্রিল ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক সময় অন্য ফসলের পাশাপশি প্রচুর মিষ্টি আলু চাষ হতো। গত কয়েক বছরে যা অনেকটাই কমে গিয়েছিল। স্বস্তির বিষয় হলো, ভালো দাম ও চাহিদা আবার মিষ্টি আলু চাষে ফিরিয়ে এনেছে উপজেলার কৃষকদের।

উপজেলা কৃষি অফিসের পরামর্শে স্বল্প পুঁজি বিনিয়োগ করে এরইমধ্যেই লাভের মুখ দেখেছে কৃষকরা। বেড়েছে আবাদযোগ্য জমির পরিমাণ, আসছে বাড়তি আয়।

উপজেলার মালাপাড়া ইউপির আসাদনগরের আব্দুল হান্নান বলেন, আগে প্রচুর মিষ্টি আলু চাষ হতো। মাঝে কৃষকরা বোরো, আউশ, আমন ধানের কারণে অন্য ফসল চাষ করত না। এখন ভালো দাম পেয়ে অনেকেই নতুন উদ্যমে মিষ্টি আলু চাষে ঝুঁকছে।

উপজেলা কৃষি অফিসার মো. মতিউল আলম বলেন, মিষ্টি আলুতে যেমন পুষ্টি বেশি, তেমনি চাষের খরচও কম। এছাড়া রোগ বালাইও দেখা যায় না। তাই অল্প পুঁজি ও শ্রমে অধিক লাভ হয়। চলতি বছর বিভিন্ন ফসলের পাশাপাশি উপজেলার ১১০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মিষ্টি আলু চাষ হয়ছে। কৃষকদের অধিকাংশই এখন বাড়তি আয়ের আশায় মিষ্টি আলু চাষে ঝুঁকছেন।

ডেইলি বাংলাদেশ/এআর