মির্জাপুর পৌরসভার মেয়র মারা গেছেন
টাঙ্গাইল প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১০:০৭ ১১ ফেব্রুয়ারি ২০২০

শাহাদৎ হোসেন সুমন
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদৎ হোসেন সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ভোরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহাদৎ পৌরসভার পুষ্টকামুরী গ্রামের খোয়াজ উদ্দিনের ছেলে এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেনের চাচাতো ভাই। এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খান আহমেদ শুভসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন।
ডেইলি বাংলাদেশ/এমআর