Alexa মাহফুজা অনন্যার কবিতা 

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৮ সফর ১৪৪১

Akash

মাহফুজা অনন্যার কবিতা 

কবিতা ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৪৫ ২ জুন ২০১৯   আপডেট: ১১:৪৬ ২ জুন ২০১৯

অলঙ্করণ: আনিস মামুন

অলঙ্করণ: আনিস মামুন

টোল

লোকাল বাসের বেভুলো যাত্রী কতদিন আমার দীর্ঘ আলোয়ানে জুতো চাপা দিয়েছে,
কতবার আমি মুখ থুবড়ে পড়ে গেছি,
সেই খবর কোনোদিন কেউ ফেসবুকে ভাইরাল করেনি...
উপায়ান্তর না পেয়ে আমি আমারই আলোয়ানের ঝুল ছেটে ফেললাম… 

তখন থেকে আমার শরীরটাকে আমি মস্ত একটি উড়াল সেঁতু করে নিলাম
তাতে দিনরাত চলে কতরকম ভারী যানবাহন! 
তাতে অভিনব কৌশলে হাজার মাপ নেয় প্রকৌশলীরা,
ইট, পাথর, কংক্রিটের নকশা খোঁদাই করে কন্সট্রাকশনের লোকেরা 
অক্ষরবৃত্তে উল্কির মতো চিহ্ন দেয় কিছু বিজ্ঞাপনী সংস্থা...

এই যে আমার শরীর ও মনের উপর যে সকল যান কোনোরকম টোল ছাড়াই চলেছে এতদিন
সেসকল যান একদিন ফিরে এসে বিগত দিনের যাবতীয় টোল পরিশোধ করে যাবে তোমরা দেখে নিও...

***

বেমানান

শহরের ক্ষ্যাপা কুকুরগুলো মাঝেমাঝে গুলি করে নিধন করা হয়
ঠিক এমন দু’একটা অমানুষ নিধন করা হলে মনুষ্য-প্রজাতি ধ্বংসের হাত থেকে রক্ষা পেতো 

জানি, এমন কথা কবির মুখে বেমানান...
কবি বৃক্ষসম, একজনম বৃক্ষ হয়ে নীরব হয়ে কাটিয়ে দেবে… 

কবি গায়ে পরে থাকবে সহিষ্ণুতার জামা
কবির হৃদয় নিঃসঙ্গতার ম্যানিফিস্টো
কবির থাকবে পাহাড়ের মতো স্তব্ধতার দায়...

ক্রোধ, অস্থিরতা কবির শরীরে বেমানান
নিতম্বে জলোচ্ছ্বাস কিংবা জোয়ারের মতো উচ্ছ্বসাও কবির মানায় না...

কবির চৌকাঠ, অন্তঃপুর, জানালায় জানালায় নিরন্তর উড়বে মৃত্যুর ফ্রি ভার্স...

ডেইলি বাংলাদেশ/আরআর