Alexa মাশরাফীর মহানুভবতায় জীবন পেলেন কায়েস

ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৫ ১৪২৬,   ০৪ রজব ১৪৪১

Akash

মাশরাফীর মহানুভবতায় জীবন পেলেন কায়েস

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২৩ ২৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৯:৪৯ ২৭ ডিসেম্বর ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচে ঢাকার অধিনায়ক মাশরাফী স্থাপন করলেন মহানুভবতার অনন্য দৃষ্টান্ত। মূলত তার চাওয়াতেই নিয়মানুযায়ী আউট হয়েও সাজঘরে ফিরতে হয়নি ইমরুল কায়েসকে। 

মূল ঘটনা ঘটে চট্টগ্রাম ব্যাট করার সময়। প্রথমে ব্যাট করে খুব বেশি রান করতে পারেনি ঢাকা। মামুলি লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই উইকেট হারায় চট্টগ্রাম। এ অবস্থায় ক্রিজে ছিলেন ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটন।

ইনিংসের চতুর্থ ওভারে মাহেদী হাসানের বল ঠেকিয়েই একটু এগিয়ে যান কায়েস। এ সময় ঢাকার মুমিনুল হক দ্রুতগতিতে দৌড়ে এসে স্ট্যাম্পে বল লাগিয়ে দেন। পপিং ক্রিজে ব্যাট না রেখে এগিয়ে যাওয়ায় তাকে আউট দেয়ার দাবি জানায় ঢাকার খেলোয়াড়রা। 

তবে এখানে বাধা হয়ে দাঁড়ান খোদ ঢাকার ক্যাপ্টেন মাশরাফী। তিনি সবাইকে যার যার জায়গায় যেতে বলেন এবং আউটের আবেদন তুলে নেন। ফলে এই ঘটনা আর বেশি দূর গড়ায়নি। উল্টো জীবন পান কায়েস। পরে চট্টগ্রামকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন এ ব্যাটসম্যান। হয়েছেন ম্যাচ সেরা।

দলের মামুলি সংগ্রহের পরেও ম্যাশের এমন উদারতা সবাইকেই মুগ্ধ করেছে। 

ডেইলি বাংলাদেশ/এএল