Alexa মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশির দাফন সম্পন্ন

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশির দাফন সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:১৭ ১৩ জুলাই ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের ধনবাড়ীর পাথালিয়া গ্রামের হাসমত আলীর ছেলে মাইনুল ইসলাম, নলহারা গ্রামের আতাব আলীর মোহাম্মদ আলী।

শুক্রবার বাদ জুমা নিজ নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এর আগে সকালে দুইজনের মরদেহ তাদের বাড়িতে পৌঁছে।

রোববার রাতে মালয়েশিয়ায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

মাইনুল ইসলামের আত্মীয় আব্দুল মালেক জানান, মাইনুল ১২ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। তিনি একটি কোম্পানিতে ফার্নিচার ও ডেকারেশনের কাজ করতেন।

মোহাম্মদ আলীর চাচা ইউসুফ আলী জানান, জমি বিক্রি করে ও এনজিও ঋণ নিয়ে মোহাম্মদ আলী এক বছর আগে মালয়েশিয়ায় যান। তার দুই ছেলে।

ডেইলি বাংলাদেশ/এআর