করোনাভাইরাস
মার্চ-এপ্রিলের বাড়ি ভাড়া নেবেন না এ ব্যবসায়ী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২১:২০ ২৫ মার্চ ২০২০

ব্যবসায়ী মোতাহার হোসেন
করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার এগিয়ে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ব্যবসায়ী মোতাহার হোসেন। ভাড়াটিয়াদের মার্চ ও এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছেন তিনি।
বুধবার দুপুরে ওই উপজেলার বড় বাজারে নিজ বাড়িতে ভাড়াটিয়াদের ডেকে এনে তিনি এ ঘোষণে দেন। এতে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভাড়াটিয়া ও প্রতিবেশীরা।
মোতাহার হোসেন আখাউড়া পৌর শহরের বড় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ও মক্কীনগর দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার সভাপতি।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, ঘর থেকে বের হতে পারছে না। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ দেশের নাগরিক হিসেবে ভাড়াটিয়াদের দুই মাসের ভাড়া না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ডেইলি বাংলাদেশ/এআর