Alexa \`মারা গেলে শহীদ মিনারে নিয়ে ফুল দেওয়ার দরকার নেই\`

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

'মারা গেলে শহীদ মিনারে নিয়ে ফুল দেওয়ার দরকার নেই'

 প্রকাশিত: ১৬:৪৫ ৩১ মে ২০১৭  

“যখন লাইফসাপোর্টে থাকব তখন দেখতে যাবেন! মারা গেলে শহীদ মিনারে নিয়ে ফুল দিবেন! দাফন করার সময় রাষ্ট্রীয় স্যালুট দিবেন! এইসবের আমার কিছু দরকার নেই। আমি আরও কিছুদিন বাঁচতে চাই।”কান্নাজড়িত কণ্ঠে বললেন কালজয়ী কণ্ঠশিল্পী আব্দুল জব্বার । যিনি‘ও..রে নীল দরিয়া’ ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘জয় বাংলা বাংলার জয়’ ‘পিচ ঢালা এই পথটারে ভালবেসেছি’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা। বর্তমানে আব্দুল জব্বারের কিডনির অবস্থা শোচনীয়, হার্টের ভাল্ব নষ্টসহ শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা করাতে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে। শিল্পী আব্দুল জব্বার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসা বাবদ ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। এখনো বাকি এত বড় অঙ্কের টাকা কীভাবে জোগাড় হবে? ইতোমধ্যে আব্দুল জব্বারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বড় ছেলে ও সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। তিনি শিল্পীর চিকিৎসায় ৫ লাখ টাকা দিয়েছেন। কিন্তু শিল্পীর চিকিৎসার জন্য প্রয়োজন রয়েছে আরও বিপুল অঙ্কের টাকা। এ বিষয়ে আব্দুল জব্বার এভাবেই হতাশা প্রকাশ করলেন। এসআই/আইজেকে