Alexa মারা গেছেন ‘দৈনিক কাফেলা’র সম্পাদক

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

মারা গেছেন ‘দৈনিক কাফেলা’র সম্পাদক

সাতক্ষীরা প্রতিনিধি

 প্রকাশিত: ১৪:৩১ ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৪:৩১ ৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার প্রথম পত্রিকা ‘দৈনিক কাফেলা’র সম্পাদক আমিনা বেগম বুধবার ভোরে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

তিনি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। 

আমিনা বেগম দৈনিক কাফেলা’র সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোতালেবের সহধর্মিণী ছিলেন। ২০০২ সালে তার স্বামীর মৃত্যুর পর থেকে আমিনা বেগম পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব নেন। 

এছাড়া তিনি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, পাঁচ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে। 

বিকেলে তার মরদেহ সাতক্ষীরায় আনার পর জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics