Alexa মানুষের মতো সিলের কণ্ঠে টুইংকল টুইংকল! 

ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৩ ১৪২৬,   ০২ রজব ১৪৪১

Akash

মানুষের মতো সিলের কণ্ঠে টুইংকল টুইংকল! 

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৮:৪৭ ২৩ জুন ২০১৯   আপডেট: ০৯:০১ ২৩ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামুদ্রিক প্রাণী সিল মানুষের তৈরি শব্দ এবং গানের অনুলিপি তৈরি করতে পারে বলে জানিয়েছেন স্কটল্যান্ডের গবেষকরা। গবেষণায় জানাগেছে, টুইংকল টুইংকল লিটল স্টার’ এর মতো শিশুদের অতি প্রিয় ছড়াও আংশিকভাবে রপ্ত করে ফেলেছে ওরা।

সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটির গবেষকরা জানান, তিনটি প্রশিক্ষণপ্রাপ্ত সিল জনপ্রিয় সুরের কিছু অংশকে অনুকরণ করতে সক্ষম হয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ২০ জুন সিলের ভিডিওসহ এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন সংশ্লিষ্ট গবেষকরা। এই গবেষণা তাদের কণ্ঠশিক্ষার বিকাশ ও মানুষের ভাষাগত উন্নয়ন সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে শিখিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধুসর সিলগুলি বাক প্রতিবন্ধকতা সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য একটি নতুন মডেল হিসেবে উপস্থাপিত হতে পারে, কেননা শব্দ উৎপাদনের জন্য এরা মানুষের মতো করেই তাদের কণ্ঠনালীর বিভিন্ন অংশকে ব্যবহার করে থাকে।

ভিডিও দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে