Alexa মানিকগঞ্জে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

মানিকগঞ্জে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৫৪ ৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৮:২৪ ৭ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে ডেঙ্গুতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুবাইয়া আক্তার মানিকগঞ্জের শিবালয়ের আব্দুর রশীদের মেয়ে। সে স্থানীয় রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নারগিস আক্তার জানান, শুক্রবার দুপুরে রুবাইয়াকে হাসপাতালে আনা হয়। কিন্তু রুবাইয়ার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রুবাইয়া মারা যায়। 

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, জেলায় মোট ১০৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ৭২ জন, সিংগাইর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, ঘিওরে পাঁচ জন এবং সাটুরিয়ায় আট রোগী ভর্তি রয়েছেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত ছয় রোগী মানিকগঞ্জ থেকে ঢাকায় নেয়ার পর ও একজন রোগী মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ডেইলি বাংলাদেশ/আর.এইচ/জেএস